জয়পুরহাটে অগ্নি নির্বাপক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাশেদ ইসলাম, (জয়পুরহাট):
জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালনায় অগ্নি নির্বাপক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর ২০২১) দুপুরে জয়পুরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের উদ্যোগে অগ্নি নির্বাপক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন মাধ্যম থেকে সৃষ্ট অগ্নিকান্ড নির্বাপনের বিভিন্ন কৌশল ও দুর্ঘটনা প্রতিরোধ করণীয় বিষয় সম্পর্কে হাতে কলমে প্রদর্শনী করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মোঃ তরিকুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলমসহ জয়পুরহাট জেলার পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।