South east bank ad

বগুড়ায় তিন দিনের কবি সম্মেলন শুরু

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ায় প্রায় দুই শতাধিক কবি-সাহিত্যিকদের নিয়ে তিন দিনের কবি সম্মেলন শুরু হচ্ছে গতকাল শুক্রবার (২৬ নভেম্বর ২০২১)। বগুড়া লেখক চক্রের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করবেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক। এতে প্রধান অতিথি থাকবেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাঃ মোকবুল হোসেন।

কবি প্রাবন্ধিক বজলুল করিম বাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মোমিন খান, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, রাজশাহী কবিকুঞ্জের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, পাবনার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আনোয়ার মল্লিক। স্বাগত বক্তব্য রাখবেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।

এছাড়াও ১ম দিনে থাকছে কথা ও কবিতা, কবিতা বিষয়ক সেমিনার, সাহিত্য আন্দোলনে গণমাধ্যম কর্মীদের শীর্ষক আলোচনা। ২য় দিনের কর্মসূচিতে থাকছে কবিতা ও ছড়া, বাংলাদেশে কথাসাহিত্য নিয়ে আলোচনা, আবৃত্তি, পুরষ্কার বিতরণী, পাখির সঙ্গে পাঁচালী এবং ৩য় দিন মহাস্থান গড়ে কবিতাভ্রমণ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, প্রধান আলোচক হিসেবে থাকবেন অতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম। বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি কবি শেখ ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন বগুড়া পুলিশ সুপার কবি সুদীপ কুমার চক্রবর্ত্তী, কবি মাকিদ হায়দার, কবি সম্পাদক মাহমুদ কামাল, রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল কুমার, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না এবং বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকার।
দেশের ৫০টি জেলার প্রায় দুই শতাধিক কবি এই সম্মেলনে যোগ দিবেন। সম্মেলনের ২য় দিন বিশেষ অবদানের জন্য পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হবে। কবি সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্বরে থাকছে বাংলা একাডেমির, পরিবার পাবলিকেন্স এবং বগুড়া লেখক চক্রের বইয়ের স্টল এবং পিঠাঘর।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: