South east bank ad

ইউনিয়নে আ‘লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, বগুড়া :

বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নে আবারও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার (২৪ নভেম্বর ২০২১) ইউনিয়নের দাঁড়িয়াল গ্রামে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের ২জন ছুরিকাহতসহ ৫জন আহত হয়েছেন।

ছুরিকাহতরা হলেন, গফুর (৪৮) ও জিয়া (৪০)। আহত ৩ জন হলেন, রিপন (২৫), ফজলু (৩৫) ও আজিজার (৪৫)। এছাড়াও সংঘর্ষের সময় দাঁড়িয়াল গ্রামের নৌকা মার্কার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়।

বগুড়ার সদর সার্কেল (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, বুধবার রাত ৯টায় দাঁড়িয়াল বাজার এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আলিম উদ্দিনের সর্মথকরা সংগঠনটির বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়নের সাধারণ সম্পাদক বদরুল আলমের নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। খবর পেয়ে বদরুলের প্রায় দুইশ জন সমর্থকর দেশিয় অস্ত্রসহ সঙ্গবদ্ধ হয়ে আলীমুদ্দিনের নির্বাচনী কার্যালয়ে পাল্টা হামলা চালায় এবং নৌকা মার্কার নির্বাচনি অফিস ভেঙে ফেলে। ওই সময় উভয় পক্ষের দুইজন ছুরিকাহতসহ ৫ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসলাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান আলিম উদ্দিন জানান, আমি ঘটনার সময় সেখানে ছিলাম না। এজন্য কিছু জানিও না।

তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোাগ করেও কোন সাড়া পাওয়া যায়নি।

বগুড়া সদর সার্কেল (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার তানভীর হাসান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে আছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: