নব নির্বাচিত নারী সদস্যদের মধ্যে জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া):
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর ২০২১) দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বিতরণের পূর্বে উপজেলা পরিষদ হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন সুলতানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এড. কেবিএম আমিনুল ইসলাম খাইরুল, নব নির্বাচিত সংরক্ষিত ওয়ার্ড সদস্য ফিলিপাইনের মেয়ে বাঙালি বধু জিন ক্যাটামিন পেট্রিয়াকা ওরফে জেসমিন নাহার প্রমুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও প্রশিক্ষিত নারীদের মধ্যে ৫০টি সেলাই মেশিন বিতরণ করেন অতিথিবৃন্দ।