নেত্রকোনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন
আব্দুর রহমান, (নেত্রকোনা) :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২১ উপলক্ষে নেত্রকোনায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে ও স্বাবলম্বী উন্নয়ন সমিতি সহযোগিতায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পৌর শহরের শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির নেতারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, নারী নির্যাতন প্রতিরোধ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলপনা বেগমসহ আরো অনেকেই।
এ ছাড়াও বেলা ১২ টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা মহিলা পরিষদ। পৌর শহরের আজহর রোডস্থ জেলা শাখার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সহ-সভাপতি পারভিন সুলতানার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শাখার সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানি।
এ সময় জেলা মহিলা পরিষদের আন্দোলন সম্পাদিকা সৈয়দা বিউটিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিরা অংশগ্রহণ করেন।