শিরোনাম

South east bank ad

অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন দেশের অন্যতম সেরা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এরই মধ্যে দিয়ে সাদা জার্সিতে তার দীর্ঘ একযুগের ক্যারিরের সমাপ্তি ঘটলো।

এক বিবৃতিতে গতকাল বুধবার (২৪ নভেম্বর ২০২১) রিয়াদ বলেছেন, ‘আমি অনেকদিন ধরেই খেলেছি এমন একটা ফরম্যাটকে বিদায় বলা সহজ নয়। আমি সবসময়ই সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চেয়েছি। আমার বিশ্বাস টেস্ট ক্যারিয়ার শেষ করার এটাই সঠিক সময়।’

তিনি আরও বলেছেন, ‘আমি কৃতজ্ঞতা জানাতে চাই বিসিবি সভাপতির প্রতি যিনি আমি টেস্ট দলে ফেরার পর সমর্থন দিয়েছেন। আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানাতে চাই আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমার সামর্থ্যে বিশ্বাস রাখার জন্য।’

এর আগে, গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে টেস্ট চলাকালে মাহমুদউল্লাহ হঠাৎই সতীর্থদের জানিয়ে দেন, আর টেস্ট খেলবেন না তিনি। তবে না খেলার বিষয়টি তখণ গণমাধ্যমকে জানাননি সাইলেন্ট কিলার খ্যাত এই অলরাউন্ডার। অবশেষে গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিক সেই ঘোষণা দিলেন তিনি।

টেস্ট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ও ওয়ানডে চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নিজের সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করব সাদা বলের ক্রিকেটে।’

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হওয়ার পর দেশের হয়ে ৫০টি টেস্ট খেলেছেন রিয়াদ। এই ফরম্যাটে তার রয়েছে পাঁচটি শতক ও ১৬টি অর্ধশতক। ৩৩.৪৯ গড়ে ২৯১৪ রান করেছেন তিনি। টেস্টে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক রিয়াদ। পার্ট টাইম বোলিংয়ে নামের পাশে আছে ৪৩টি উইকেটও। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ৬টি টেস্টে দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: