শিরোনাম

South east bank ad

ধান কাটা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৯

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (হবিগঞ্জ):

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছে। গতকাল বুধবার (২৪ নভেম্বর ২০২১) বিকাল ৫ টায় উপজেলার আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামে জমির ধান কাটা কে কেন্দ্র নাসির মিয়া ও ওই গ্রামের রইছ আলীর ছেলে ফজল মিয়ার মাঝে সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজল মিয়া তার নিজ জমির ধান কাটার জন্য পার্শ্ববর্তী এলাকা থেকে একটি ধান কাটার মেশিং নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গ্রামের নাসির মিয়া তাকে বাধা দিলে উভয় পক্ষের মাঝে তর্ক বিতর্ক শুরু হয় পরে এক পর্যায়ে লাঠি সোটা ও দেশীয় ধারলো অস্ত্র নিয়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ১৯ জন আহত হয়েছে। আহতরা হলেন,মোছাঃফুলমতি বেগম(৫১),মিনা বেগম(২৮),জসু মিয়া(২২),সজল মিয়া(২১),ফজল মিয়া(২৪),মুলেদা বেগম(৩০),লিটন(৩২),মাসুম মিয়া(১৭),নাসির মিয়া(৩৫),জসিম(২৫),মঈন উদ্দিন(২৪),লাল মিয়া(৩০),আমেনা বেগম(২৩),মারুফা(২৩),হৃদয় মিয়া(২১),পরমিলা(৩০),মোঃরুবেল মিয়া(৩২),স্বপন মিয়া(১৭)ও জুয়েল মিয়া(২৫)।

আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কয়েকজনকে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয় বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।এ ঘটনায় থানায় এখনো কোন পক্ষ অভিযোগ করেনি ও কাউকে আটক করা হয়নি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: