স্বতন্ত্রপ্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ
আব্দুল্লাহ্ আল ফাহাদ, (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ত্রিশালে মঠবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্রপ্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে।
এতে আহত হয়েছেন অন্তত পাঁচ কর্মী। ওই ঘটনার পরপরই ইউনিয়নের পোড়াবাড়ী বাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন স্বতন্ত্রপ্রার্থীর কর্মী-সমর্থকরা।
জানা গেছে, গতকাল বুধবার (২৪ নভেম্বর ২০২১) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্রপ্রার্থী আব্দুল কদ্দুস মন্ডলের কর্মী-সমর্থকদের ওপর পোড়াবাড়ী বাজারে অতর্কিতভাবে হামলা চালায় আওয়ামী লীগ মনোনিত নৌকাপ্রতিকের প্রার্থী সামছুদ্দিনের সমর্থকরা। এতে আহত হন সুমন খান, আব্দুল খালেক আকন্দ, হারেছ আলী, আজম খান ও রজব আলী নামে পাঁচ কর্মী। ওই খবর ছড়িয়ে পড়লে আব্দুল কদ্দুস মন্ডলের কর্মী-সমর্থকরা পোড়াবাড়ী বাজারে জড়ো হয়ে হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভোটারসহ স্থানীয়রা।
এসময় স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী আব্দুল কদ্দুস মন্ডল জানান, আওয়ামী লীগ মনোনিত নৌকাপ্রতীকের প্রার্থী সামছুদ্দিন তার সন্ত্রাসী বাহিনীকে আমার কর্মী-সমর্থকদের পিছনে লেলিয়ে দিয়েছে। বিভিন্নস্থানে টানানো আমার আনারস প্রতিকের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলছে। ক্যাম্প ভাংচুর করে ভোটাদের আতঙ্কিত করছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ মনোনিত নৌকাপ্রতীকের চেয়ারম্যানপ্রার্থী সামছুদ্দিন।