শিক্ষার্থীদের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ প্রদান করেছে র্যাব
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দনিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ এবং ‘‘কারাগারের রোজনামচা’’ প্রদান করেছে র্যাব-১০।
গত ২২ নভেম্বর কোমলমতি শিক্ষার্থীদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনী, জীবন-দর্শন ও বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদানসহ স্বাধীনতার সঠিক ও নির্ভুল তথ্য সম্পর্কে অবগত করার লক্ষ্যে র্যাব-১০ এর অধিনায়ক এবং র্যাব-১০ এর পক্ষ থেকে দনিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ এবং ‘‘কারাগারের রোজনামচা’’ প্রদান করা হয়েছে।