শিরোনাম

South east bank ad

আ’লীগ চেয়ারম্যান প্রার্থীর বাড়ি ও নির্বাচনী অফিসে ককটেল হামলা

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী রিজু হোসাইনের বাড়ি ও নির্বাচনী অফিসে ককটেল হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নৌকা মার্কা প্রার্থী রিজু হোসাইন জানান, তার নিজ বাড়ি নিশিন্দারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামের সাহাপাড়াতে ৩ থেকে ৪টি মটরসাইকেলে করে কয়েকজন দুবৃর্ত্ত চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করে। এরমধ্যে একটি ককটেল এখনও অবিষ্ফোরিত হয়ে তার বাড়ির সামনে পড়ে আছে। এছাড়াও একই সময়ে ইউনিয়নের বারপুর পাঁচবাড়ি মোড়ে তার নির্বাচনী অফিসেও ককটেল হামলা হয় বলে তিনি দাবি করেন। চেয়ারম্যান প্রার্থী রিজু আরও জানান, তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, চেয়ারম্যান প্রার্থী রিজুর বাড়ির আঙিনায় ও নির্বাচনী অফিসে দুটি অবিষ্ফোরিত ককটেল পাওয়া গেছে। আমরা সেটি নিষ্ক্রিয় করছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: