মাথা উঁচু করে দাঁড়াতে শিক্ষকের মর্যাদা চায় নন এমপিও শিক্ষকরা
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া):
মাথা উঁচু করে দাঁড়াতে শিক্ষকের মর্যাদা চায় নন এমপিও শিক্ষকরা। আজ বুধবার সকালে ফুলবাড়িয়া-ময়মনসিংহ রোডের ফুলবাড়িয়া কলেজের সামনে মানববন্ধনের মাধ্যমে এ দাবী জানিয়েছেন তারা। মানববন্ধনে তাঁরা বলেন, জাতীয় বিশ^বিদ্যালয় অধিভুক্ত বেসরকারী কলেজসমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির দাবিতে আমাদের ক্লাশ বর্জন ও অবস্থান ধর্মঘট শুরু হয়েছে, যা আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তারা আরও বলেন, আমরা নিয়মতান্ত্রিক উপায়ে কলেজে আসব কিন্তু কোন ক্লাশ নিবো না। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন ফুলবাড়িয়া (অনার্স) কলেজ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নাজমুল হক, ফুলবাড়িয়া (অনার্স) কলেজ ফেডারেশনের সভাপতি মাহফুজুল হক, প্রভাষক শফিউদ্দিন আহমেদ, আফরোজা আক্তার, সারোয়ার কাইয়ুম, রিকুলা খাতুন প্রমুখ।
আন্দোলনকারীরা বলেন, আমরা দু:খের সাথে জানাই, কোন কর্মকর্তা কলেজ পরিদর্শন করেন বা শিক্ষকদের সাথে মত বিনিময় করেন তখন তারা বলেন, আপনার নাম-আপনি কোন বিভাগের শিক্ষক, এমপিওভুক্ত না, নন এমপিওভুক্ত। যা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমরা এ থেকে পরিত্রাণ চাই।