শিরোনাম

South east bank ad

নৌকার প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরের সিংড়া উপজেলার ১১নং ছাতারদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোটাররা।

গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর ২০২১) দুপুরে উপজেলার ছাতারবাড়িয়া বাজারে ৫ শতাধিক নারী-পুরুষ নৌকার প্রার্থী মনোনয়নে পুনর্বিবেচনার দাবি জানান।

এ সময় বক্তব্য দেন জাকির হোসেন, শ্রীমতি শান্তনা রানী, মনোয়ারা বেগম, সিকমা আকতার পপি, বিলকিস বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নাটোর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ। পরপর তিনি দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। করোনাকালে ঝুঁকি নিয়ে জনগণের সেবা করে গেছেন। প্রকৃত অসহায়দের ভাতার কার্ড করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে ছাতারদিঘী ইউনিয়নের দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে বর্তমান চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দকে দেওয়ার দাবি জানান তারা।

উল্লেখ্য, ছাতারদিঘী ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ সরদারকে। আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: