১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণে দুর্নীতির অভিযোগ
শফিকুল খান জনি, (ফরিদপুর):
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রাফেজা বেগমের বিরুদ্ধে ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়, খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যের ১০ টাকা কেজি চাউলের প্রতি কার্ডধারীকে ৩০ কেজি চাল দেওয়ার বিধান থাকলেও সেখানে ডিলার দীর্ঘদিন ধরে ওজনে কম দিচ্ছেন বলে অভিযোগ কার্ডধারীদের।
গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর ২০২১) বেলা সাড়ে ১২ টার দিকে তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকায় গিয়ে দেখা যায়, ডিলার রাফেজা বেগম খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করছেন।
চাল বিতরণ সঠিকভাবে হচ্ছে কিনা এটা দেখতে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী ডিলারের দোকানে প্রবেশ করেই দেখতে পান অভিনব কায়দায় ডিজিটাল মিটারের মাধ্যমে প্রতিটি কার্ড থেকে প্রায় দুই থেকে আড়াই কেজি চাউল কম দেওয়া হচ্ছে।
তাৎক্ষণিক ওজনে কম দেওয়ার বিষয়টি জানতে চাইলে, ডিলার রাফেজা বেগম বিষয়টি অস্বীকার করেন। পরে সাথে সাথে পরিমাপকৃত কয়েকটি বস্তা একই মিটারে পুনরায় মাপা হলে সেখানে ৩০ কেজি চাউলের জায়গায় ২৮ কেজি পাওয়া যায়।
বিষয়টি তাৎক্ষণিক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম আফজাল হোসেনকে জানালে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে খুব শীগ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম দুর্নীতি করা হলে, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ, ইতিপূর্বে একই অভিযোগে অভিযুক্ত ডিলার রাফেজা বেগমের চাউল ওজনে কম দেওয়ার খবরটি, দৈনিক যুগান্তর, সমকাল সহ বিভিন্ন পত্র পত্রিকায় তার দুর্নীতির সংবাদ ছাপা হয়।