প্রচারণায় বাঁধা ও হুমকী মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
নেত্রকোনার দুর্গাপুরে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাঁধা ও হুমকী দেয়ার অভিযোগ ওঠেছে নৌকা প্রার্থীর বিরুদ্ধে। এ নিয়ে
আজ মঙ্গলবার (২৩ নভেম্বর ২০২১) সকালে এক সংবাদ সম্মেলন করেছেন সতন্ত্রপ্রার্থী মো. মজিবুর রহমান ফকির।
দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকরে উপস্থিতিতে ৪নং বিরিশিরি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান ফকির বলেন, অত্র ইউনিয়নের আওয়ামীলীগের নৌকা মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম রুহু এর সমর্থকরা সব সময়ই আমার নির্বাচনী প্রচাররণা ও গণসংযোগে নানা ধরনের ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকী দিচ্ছেন। এ নিয়ে গত রোববার রাতে ভূলিগাও এলকায় নৌকা প্রতীকের সমর্থকরা আমার কর্মীদের প্রচারণায় হামলা চালিয়ে একটি মটরসাইকেল ছিনিয়ে নিয়েযায় সেইসাথে অটোগাড়ী ও মাইক ভাংচুর করে প্রায় ২লক্ষ টাকার ক্ষতি সাধন করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে আহতদের নিয়ে দুর্গাপুর থানায় অভিযোগ করতে এলে আমার অভিযোগ আমলে না নিয়ে পরক্ষনে আসা নৌকা প্রার্থীর মিথ্যা অভিযোগ নিয়ে আমার সাথে থাকা কর্মীদের মধ্যে ১০জনকে কৌশলে আটক করে আদালতে প্রেরণ করলে আদালত সকলের জামিন মঞ্জুর করেন।
প্রকৃত পক্ষে এ মারপিটের ঘটনার সাথে আমি বা আমার কর্মীগন কেহই জড়িত নয়। তৃণমুল পর্যায়ে আমার বিজয় নিশ্চিত জেনে আমার নির্বাচন বানচাল করতে সবসময় চেষ্টা করছে নৌকার কর্মীরা। থানার ভিতরেও আমার ও আমার কর্মীদের ওপর হামলা করে নৌকার সমর্থকরা। আমি অত্র ইউনিয়নবাসীর সুখ-দুঃখের পাশে থেকে সাধারণ মানুষকে ভালোবেসে তাদের অনুরোধে ভোটে দাঁড়িয়েছি। আমি নির্বাচিত হলে, অত্র ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বতন্ত্রপ্রার্থীর কর্মী এমদাদুল হক, মোতালেব ফকির, মেহেদী হাসান, বিপুল মিয়া, আব্দুল্লাহ আল মুকুল সহ ইউনিয়নের সাধারণ ভোটারগন। আগামী (২৮ নভেম্বর ২০২১) সারাদেশর ন্যায় দুর্গাপুর উপজেলায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।