জামালপুরে মৎস্য জীবির অবহিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
শামীম আলম , জামালপুর
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় জামালপুর জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও জেলা মৎস্য জীবির আয়োজনে অবহিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ নভেম্বর ২০২১) দুপুরে জামালপুর শহরের জেলা শিল্পকলা একাডেমীতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য জীবির কর্মকর্তা কাইছার মোহাম্মদ মাইনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোর্শেদা জামান ,অতিক্তি জেলা প্রশাসক মোঃ মোখলেছুর রহমান, নিবার্হী অফিসার লিটুস লরেন্স চিরান, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু , দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান সোলায়ম্যান , ইসলামপুর উপজেলার চেয়ারম্যান আবদুল নাছেল বাবুল , আতিকুর ইসলাম ছানা প্রমূখ। এ সময় বক্তারা বলেন, ইলিশ ও জাটকা সংরক্ষণে মৎস্য আইন বাস্তবায়ন কার্যক্রম আরোও জোরদার করতে হবে। জেলেদের কর্মস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সেইসঙ্গে অভয়াশ্রম ব্যবস্থাপনার মাধ্যমেও ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে হবে।