খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয়ে অতিরিক্ত অর্থ আদায়ে ডিলারের জরিমানা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
তেঁতুলিয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) চাল বিক্রয়ের সময় উপকারভোগীদের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে বুড়াবুড়ি ইউনিয়নের এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা কর্তৃক অভিযান পরিচালনাকালে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয়ের সময় উপকারভোগীদের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে উক্ত ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার বাদশা সুলায়মানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ঘটনাস্থল হতে উপকারভোগীদের তালিকা ও আদায়কৃত অর্থ সমূহ জব্দ করত: সংশ্লিষ্ট উপকারভোগীদের মাঝে আদায়কৃত অর্থ ফেরত প্রদানের জন্য ইউনিয়ন পরিষদ সচিবকে দায়িত্ব প্রদান করেন।
এ সময় তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যান তারেক হোসেন উপস্থিত ছিলেন।