কৃষিবিদ বদিউজ্জামান বাদশার ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কৃষিবিদ ও বরেণ্য রাজনীতিবিদ বদিউজ্জামান বাদশার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (২২ নভেম্বর) সকালে বদিউজ্জামান বাদশার শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, আজীবন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী বদিউজ্জামান বাদশার মৃত্যুতে দেশ একজন জনকল্যাণমুখী রাজনীতিবিদকে হারালো। একজন সৎ, দক্ষ সংগঠক হিসেবে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।