নেত্রকোনায় আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ
আব্দুর রহমান, (নেত্রকোনা):
নেত্রকোনা সদর উপজেলার নুয়া নগর মাঝ পাড়া গ্রামে রাতের আঁধারে ৪০ শতক জমির আধা পাঁকা ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ গতকাল রবিবার (২১ নবেম্বর ২০২১) দিবাগত রাতে নুয়া নগর গ্রামের আব্দুল গফুরের ছেলে মূখলেছ ও শতেরশ্রী গ্রামের উজ্জ্বল তাদের দল বল নিয়ে সিরাজ খার ছেলে আব্দুর রহিমের ৪০ শতক জমির আধাপাকা ধান কেটে নিয়ে যায়।
আব্দুর রহিম জানান, আমি একেই গ্রামের আব্দুর রাজ্জাকের কাছ থেকে এই ৪০ শতক জমি বন্ধক নিয়ে আমন ধান আবাধ করি। কিন্তু জমি সংক্রান্ত
বিরোধ থাকায় গত কয়েকদিন আগে অভিযুক্ত মুখলেছ ধান কেটে নেওয়ার হুমকি দেয়।
এ নিয়ে এলাকায় একটি শালিস হয় এবং এই শালিসে মীমাংসা না হওয়ায় গতরাতে আমার ক্ষেতের আধা পাকা ধান কেটে নিয়ে যায়। আমি গরিব মানুষ যারা আমার এত বড় ক্ষতি করেছে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার পক্রিয়া চলছে।