বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি'র ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সংযুক্তি কার্যক্রম
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ভোলা জেলা পুলিশের আয়োজনে আজ সোমবার (২২ নভেম্বর) পুলিশ অফিস সম্মেলন কক্ষে মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার ভোলার সভাপতিত্বে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় চলমান ৭২ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ-সমীক্ষা কার্যক্রমে আগত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পুলিশ বিভাগের কার্যক্রম সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করেন মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার ভোলা। এ সময় জেলা কার্যালয় দর্শন (ভিজিট) ও পরিচিতি, সিটিজেন চার্টার ও নাগরিক সেবা, ভোলা জেলা পুলিশের ইউনিট সমূহ, জনবল কাঠামো ও জেলা পুলিশের সার্বিক কার্যক্রম/সাফল্য সমূহ Power Point এ উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণের শুরুতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মোঃ আব্বাস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ভোলা সহ প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।