ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল দুইজনের
গোলাম মোস্তফা মুন্না, (যশোর) :
যশোরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা ছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। নিহতরা হলো, বেনাপোল থানার ভবেরবেড় গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে জব্বার হোসেন (৪৪), যশোর সদর উপজেলার নওদাগাগ্রামের আখতারুজ্জামানের ছেলে মাদরাসা ছাত্র ইয়াসিন (১০)।
স্থানীয়রা জানান, জব্বার হোসেন আজ সোমবার (২২ নভেম্বর) বাড়ি থেকে বেনাপোল বাজারে মাংসের দোকানে কাজ করার জন্য বের হন। বেনাপোল পর্যটনের সামনে অজ্ঞাতনামা ইজিবাইককে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। অপরদিকে মাদরাসা ছাত্র ইয়াসিন বেনাপোলের শ্যামনগর মাদরাসা থেকে গতকাল রবিবার (২১ নভেম্বর) দুপুরে বাড়ি ফেরার সময় প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কা লাগে। এসময় পড়ে গেলে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দিলে গভীর রাতে তার মৃত্যু হয়।
পৃথক সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রসহ দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান,কারো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।