বগুড়ায় ১৩ ইউনিয়নে নৌকা পেলেন যারা
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বগুড়া সদরসহ তিন উপজেলার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।
আগামী ২৩ ডিসেম্বর বগুড়া সদর উপজেলার ১টিসহ কাহালু ও নন্দীগ্রাম উপজেলার মোট ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে বগুড়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তরা হলেন- বগুড়ার সদরের এরুলিয়া ইউনিয়নে শফিকুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নে মখলেছুর রহমান মিন্টু, ভাটগ্রামে জুলফিকার আলী, ভাটারাতে মোরশেদুল বারী ও থালতামাঝগ্রামে হাফিজুর রহমান।
বগুড়ার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কেন্দ্র থেকে তৃতীয় ধাপের ১৩ ইউপি ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। দলীয় প্রার্থীদের পক্ষে সবায় একজোট হয়ে কাজ করবো।
চতুর্থ ধাপের ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ছিল ২৫ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ নভেম্বর, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর, আপিলের নিষ্পত্তি ০৩ থেকে ০৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ০৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ০৭ ডিসেম্বর এবং ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়।