নিজের প্রতীক ঘোড়ায় চেপে ভোট চাইছেন চেয়ারম্যান প্রার্থী
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার শাজাহানপুরে নিজের প্রতীক ঘোড়ায় চেপে ভোটারের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আতিকুল রহমান আতিক। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ।
নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রতিদিন ঘোড়ায় চেপে ব্যতিক্রমীধর্মী নির্বাচনী প্রচারণা চালিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করছেন ঘোড়া মার্কার পক্ষে।
বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান আতিক সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডে দ্বিতীয়বার জয়ের লক্ষ্য নিয়ে ছুটে চলেছেন ভোটারদের কাছে। ভোট চাইছেন ঘোড়া মার্কার জন্য। এজন্য তিনি ঘোড়া নিয়ে যাচ্ছেন ভোটারের বাড়ি বাড়ি। আর এসময় ঘোড়া দেখতে ভিড় করছে নারী-পুরুষ ও শিশুরা।
মাদলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬জন প্রার্থী। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, আব্দুল বারী মন্ডল, আমিনুল ইসলাম সোহাগ, নজরুল ইসলাম মন্ডল, শামীম জায়দার এবং একেএম সাইফুল ইসলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক কৃষক জানান, গত ৫ বছরে আতিক চেয়ারম্যান হিসেবে এলাকায় যে উন্নয়ন করেছে স্বাধীনতার পর থেকে তা কেউ করেনি।
নির্বাচন প্রসঙ্গে ঘোড়া প্রতীকের প্রার্থী আতিকুর রহমান জানান, এ ইউনিয়নে ১৪ হাজার ৮৫০ জন ভোটার রয়েছেন। ৯টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে তিনি বিজয় নিয়ে শতভাগ আশাবাদি। তিনি বলেন, দল, মত নির্বিশেষে তিনি সাধারণ মানুষের জন্যে কাজ করে গেছেন এবং ভবিষ্যতেও করবেন। মাদলা ইউনিয়নকে জেলার মধ্যে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলে তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্যে তিনি ভোটারসহ সকলের সহযোগিতা কামনা করেন।