শিরোনাম

South east bank ad

আমার পিতার সুনাম ধরে রাখতে চাই : চেয়ারম্যান পার্থী মাসুম

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

আমার পিতা বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন রেফাজ ২নং নকলা ইউনিয়ন পরিষদে চারবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এ ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন কাজ করে গেছেন। আপনারা আমার বাবাকে যেভাবে সবসময় পাশে পেয়েছিলেন, ঠিক আমিও বাবার মতন সেবক হতে চাই।

গতকাল শনিবার (২০ নভেম্বর) বিকেলে এ অত্র ইউনিয়নের ধনাকুশা বাজারে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন আনরস প্রতীকের মুরাদুজ্জামান মাসুম।

মাসুম আরও বলেন, আমি জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষায় প্রর্থী হয়েছি। সাধারণ ভোটারদের ব্যপক সাড়া পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর জেলার নকলা উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৯ জন ও সাধারণ সদস্য পদে ২৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ৮২টি কেন্দ্রের ৩৫৪ টি বুথে মোট এক লাখ ৩৮ হাজার ৯৫০ জন ভোটার নিজ নিজ কেন্দ্রে ভোটারধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ৭০ হাজার ৫৬৭ জন এবং পুরুষ ভোটার ৬৮ হাজার ৩৮৩ জন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: