বাঙালি নদীতে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সেই এসএসসি পরীক্ষার্থী আইনুল ইসলাম (১৬) লাশ উদ্ধার হয়েছে।
রোববার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে বাঙালি নদীর সোনাকানিয়া এলাকা থেকে তার মৃতদের উদ্ধার করা হয়।
আইনুল সোনাকিয়া গ্রামের আবুলের ছেলে ও বয়ড়া উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
এর আগে শনিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে ওই এলাকাতে আইনুল তার দুই বন্ধুর সঙ্গে সাঁতার দিয়ে বাঙালি নদী পার হচ্ছিলেন। তার অন্য দুই বন্ধু তীরে উঠলেও আইনুল নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাজশাহী থেকে আসা ৫ সদস্যর ডুবুরি দল আইনুলের মৃতদহ উদ্ধার করে।
সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, আইনুলের লাশ আইনগত প্রক্রিয়া মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।