শিরোনাম

South east bank ad

ইউপি নির্বাচনে বউ-শাশুড়ির লড়াই

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে সদস্যপদে ভোটযুদ্ধে মাঠে নেমেছেন বউ-শাশুড়ি। একই ওয়ার্ডে বউ-শাশুড়ির এমন প্রতিদ্বন্দ্বিতা ভোটারদের নজর কেড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামনগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত মহিলা ওয়ার্ড। এই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামনগর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী শামীমা খাতুন ও তাঁর চাচি শাশুড়ি সাজেদা খাতুন।

সাজেদা খাতুন জামনগর গ্রামের কলেজ শিক্ষক আব্দুল জলিলের স্ত্রী এবং শামীমা খাতুন একই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। তারা দুজনই ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একই বাড়িতে বসবাস করেন।

সাজেদা খাতুন তালগাছ প্রতীক এবং শামীমা খাতুন টিনা সূর্যমূখী ফুল প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন। জয়ী হতে মাঠ চষে বেড়াচ্ছেন দুজনই। কেউ কাউকেই ছাড় দিতে রাজি না। সাজেদা খাতুন এর আগেও দুবার একই পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন। তবে সাজেদা খাতুন জানান, এবারও জয়ের ব্যাপারে তিনি বেশ আশাবাদী।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করে বিজয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন শামীমা খাতুন । নির্বাচনে ভোটাররা তাকেই বিজয়ী করবেন এমন আশা প্রকাশ করেছেন তিনি।

অপর প্রার্থী বর্তমান মহিলা মেম্বার মাবিয়া খাতুন কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্বিদ্বতায় জোরে সোরেই মাঠে রয়েছেন।

(২৮ নভেম্বর) তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: