ফাঁস দিয়ে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা
শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):
শেরপুরের নকলায় গলায় ফাঁস রিনা বেগম (৩৫) নামের এক গার্মেন্টস কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২০ নভেম্বর) বিকাল অনুমান পনে ৫টার দিকে উপজেলার পাঠাকাটা এলাকায় ঘটনা ঘটেছে। সে পাঠাকাটা এলাকার আজগর আলীর কন্যা। নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এসব তথ্য জানান।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় বছর তিন আগে দিনাজপুরে তার বিয়ে হয়। সেখানে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তারপর পারিবারিক দ্বন্দে তাদের মধ্যে তালাক হয়ে যায়। পরে রিনা বেগমের পুত্রকে তার বাবা মার কাছে রেখে ঢাকার সালনা এলাকায় গার্মেন্টেসে চাকরি করেন। প্রায় দুই সপ্তাহ আগে সে নকলায় আসে। আজ বিকালে রিফাত তার মা রিনা বেগমকে বশত ঘরের ধন্যার সাথে ঝুলে থাকতে দেখে ঝুঁলন্ত মায়ের পায়ে ধরে চিৎকার শুরু করলে ধন্যা থেকে মেঝোতো পড়ে যায় রিনা বেগমের লাশ।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়ার প্রস্ততি চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারন জানাযাবে।