সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে বাংলাদেশের ১০৮ রান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আগের ম্যাচে ১২৭ রান করে ৪ উইকেটে হারানো বাংলাদেশ দল সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে করেছে মাত্র ১০৮ রান। ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়া স্বাগতিকদের সিরিজে টিকে থাকতে এ ম্যাচ জয়ের বিকল্প নেই, যদি না ম্যাচটি ড্র বা টাই হয়! মিরপুরের যে উইকেটে ম্যাচটি হচ্ছে, সেটি এই রান কোনভাবেই নিরাপদ বার্তা দিচ্ছে না। তবে ক্রিকেটকে যারা গৌরবময় নিশ্চয়তার খেলা বলে দাবি করেন, তারা ম্যাচের শেষ অবধি অপেক্ষা করবেন হয়তো।
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এ ম্যাচের ব্যাটিং দৈন্যতাকে কিভাবে ব্যাখ্যা করবেন ম্যাচ শেষে? আগের ম্যাচে হারের দোষ চাপান ব্যাটসম্যানদের কাঁধে। ওই ভারটা যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে আরও। (শুক্রবার) সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যর্থ ব্যাটসম্যানরা। গড়তে পারেনি প্রতিরোধ করা জুটি। তারই প্রভাব পড়ল স্কোর বোর্ডে। বাংলাদেশের ইনিংস থামে মাত্র ১০৮ রানে। গ্যালারিতে থাকা হাজার দশের সমর্থকের সমর্থনও যেন কাজে আসছে না!
এদিন টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। টাইগারদের উদ্বোধনী জুটি এক বিভীষিকার নাম হয়ে দাঁড়িয়েছে। একের পর এক পরিবর্তনেও ফায়দা হচ্ছে না কিছুতেই। পাকিস্তানের বিপক্ষে গত ম্যাচের মতো আজও দুই ওপেনার নাঈম শেখ ও সাইফ হাসান ফেরেন দলীয় রান ১০ পার করার আগেই। চমক হয়ে টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া সাইফ আগের ম্যাচে ১ রান করলেও এদিন রানের খাতা খুলতে পারলেন না। নিজের খেলা প্রথম বলেই ফেরেন শাহীন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে।