বগুড়ায় পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ায় ‘বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ’ এর খেলা শুরু হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় বগুড়া জেলা পুলিশ লাইন্স মাঠে এ খেলার উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পিবিআই পুলিশ সুপার আকরামুল হোসেন, সিআইডি পুলিশ সুপার কাওছার সিকদার, ইন-সার্ভিসের পুলিশ সুপার বেলাল হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন ও সাধারণ সম্পাদক আরিফ রেহমান এবং জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন জানান, টুর্নামেন্ট মোট ৫টি দল অংশগ্রহণ করছে।
দলগুলো হচ্ছে- ৪ এপিবিএন, রাজশাহী রেঞ্জ, আরএমপি, আরপিএমপি এবং রংপুর রেঞ্জ।
তিনি আরও জানান, এই দলগুলো লীগ পদ্ধতিতে অংশ নিবে। সব দলের খেলা শেষে পয়েন্টে শীর্ষে দুই দল ঢাকায় খেলার সুযোগ পাবে। উদ্বোধনের দিনে ৪ এপিবিএন বনাম রংপুর রেঞ্জ অংশগ্রহণ করে।