শিরোনাম

South east bank ad

বাগেরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস এম সামছুর রহমান, (বাগেরহাট)

বাগেরহাটের ফকিরহাট কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ফকিরহাট উপজেলা কৃষি অফিস অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন, বাগেরহাট কৃষি সম্প্রসার অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মো: মোতাহার হোসেন।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, খুলনা অঞ্চলের তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার জাহাঙ্গীর আলম, ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন সেন প্রমুখ।

বক্তারা বলেন, তেল জাতীয় ফসলের চাষ এখন অনেক লাভ জনক। বিদেশ থেকে ভোজ্য তেল আমদানি কমাতে সরকার নানামূখী পদক্ষেপ গ্রহন করেছে। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করে তাদের তেল জাতীয় ফসল উৎপাদনে আগ্রহী করে তোলা হচ্ছে।

তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে এসব বীজ, সার ও উপকরণ বিবতরণ করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: