নাটোরে ৩ হাজার ৪'শ কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের লালপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ হাজার ৪'শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বীজ ও সার বিতরণ করেন নাটোর-১ আসনের (লালপুর ও বাগাতিপাড়া) সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে সংসদ সদস্য বকুল বলেন, কৃষি-বান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি যান্ত্রিকীকরণের ফলে সীমিত ভূমির উৎপাদন বহুগুণে বেড়েছে। দেশের বিপুল জনগোষ্ঠির খাদ্য চাহিদা পূরণ করে কৃষিক্ষেত্রের বিভিন্ন উৎপাদন এখন বিদেশে রপ্তানী হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি সভা প্রধানের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান লাভলু, গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ আল হক ভূঁইয়া, গোপালপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকোনুল ইসলাম, লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা সহ প্রমুখ।
উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়নে ৩ হাজার ৪'শ কৃষকদের মাঝে গম,ভুট্টা, মসুর,পেঁয়াজ সহ বিভিন্ন বীজ ও সার দেওয়া হয়।