টুঙ্গিপাড়ায় ইজিবাইকের চাপায় শিশু নিহত
মেহের মামুন, (গোপালগঞ্জ):
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইকে চাপা পড়ে নাহমাদুল ইসলাম (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার পাকুড় তিয়া গ্রামের মৌলভীবাড়ীর সামনে এ ঘটনা ঘটে। নাহমাদুল পাকুড়তিয়া গ্রামের বাচ্চু শেখের ছেলে।
নিহত নাহমাদুল ইসলামের পিতা বাচ্চু শেখ বলেন, মাহমুদুল ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে রাস্তার ওপাশের খালে হাতমুখ ধুতে যাচ্ছিল। পেছন থেকে ইজিবাইক তার শরীরে তুলে দেয়।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনক্রমে মরদেহ হস্তান্তর করা হয়েছে।