দুর্গাপুরে ৩দিন ব্যাপি মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ শুরু
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকেনা):
নেত্রকোনার দুর্গাপুরে জেন্ডার রেসপনসিভ রেজিলেন্স এন্ড ইন্টারসেকশনালিটি ইন পলিসি এন্ড প্র্যাকটিস এর অর্থায়নে আইডিএমভিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ৩দিন ব্যাপি মানবাধিকার বিষয় এক ফাউন্ডেশন প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার আইইডিএস এর মিলনায়তেন এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম।
এ উপলক্ষে ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি(আইইডিএস)এর বাস্তবায়নে প্রশিক্ষণে মানবাধিকারের বিভিন্ন ধাপ ও জাতিসংঘের ঘোষনাপত্র অনুযায়ী অধিকার গুলো নিয়ে প্রথম দিনে মাধ্যমিক পর্যায়ের ২০জন শিক্ষদের ফাউন্ডেশন প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় আইইডিএস এর নির্বাহী পরিচালক শামীম কবীর এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, ডকুমেন্টেশন অফিসার মোহাম্মদ আশাদুজ্জামান(আসাদ), লিগ্যাল এডভাইজার মিল্টন চন্দসহ অন্যান্য কর্মকতার্ বৃন্দ।