কোভিড ১৯ টিকাদান সংশ্লিষ্টদের সম্মাননা অনুষ্ঠানে মেয়র টিটু, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই বাংলাদেশ নিরাপদ
মো. নজরুল ইসলাম, (ময়মনসিংহ):
করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যক্রমকে তুলে ধরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছেন বলেই বাংলাদেশ নিরাপদ।
অ্যাডভোটে তারেক স্মৃতি অডিটরিয়ামে গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কোভিড ১৯ টিকাদান কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য ৫৫২ জন সুপারভাইজার, টিকাদানকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মসিক মেয়র টিটু এসব কথা বলেন।
এ সময় মেয়র টিটু বলেন, আপনারা করোনার দুঃসময়ে নিজের কথা না ভেবে সকলের সুরক্ষায় যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। সনদ ও সম্মাননা প্রদানের মাধ্যমে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাতে আমাদের এ অবদান পরবর্তী প্রজন্ম জানতে পারে, আপনাদের যেন চিনতে পারে।
মেয়র করোনা টিকাদানের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের জন্যই ময়মনসিংহ সিটির ১৮ উর্ধ্ব ৮০ ভাগ মানুষকে টিকাদানের আওতায় আনা সম্ভব হয়েছে। সকলের সুরক্ষায় এ সহযোগিতাকে চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে কোভিড ১৯ মোকাবেলায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ। ১৭ নং ওয়াড কাউন্সিলর মোঃ কামাল খানের সভাপতিত্বে এবং মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ গোলাম কিবরিয়া, সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, বিএমএ এর সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা এবং ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ নাজমা খাতুন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ১ মোঃ আসিফ হোসেন ডন, মেয়র ৩ শামীমা বেগম প্রমূখ।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলরবৃন্দ, বিভাগী ও শাখার প্রধানগণ, কোভিড ১৯ টিকাদানের সুপারভাইজার, টিকাদানকর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ।