বঙ্গবন্ধুর সমাধিতে বল্লভদী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা
মেহের মামুন, (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ফরিদুপরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও জাতীয় শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহিন।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখেন।
এসময় সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেন, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস মোল্লা, সাধারন সম্পাদক মাহবুব আলম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফরিদ মাতুব্বর, নব নির্বাচিত সদস্য ওলিয়ার রহমান, ২ নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য ওহিদুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, সিনিয়র সদস্য আরটি হাসানসহ নব নির্বাচিত সদস্য, আওয়ামী লীগ ও জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।