সিংড়ায় আ’লীগের সভাপতি ওহিদুর, সম্পাদক ফেরদৌস
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটেরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন এড. শেখ ওহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।
বুধবার (১৭ নভেম্বর) বিকেলে নির্বাচিত সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
এরআগে বুধবার সকাল ১০টায় উপজেলা কোর্ট মাঠে সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শেখ ওহিদুর রহমান এর সভাপতিত্বে ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সঞ্চালনায় সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সদস্য বেগম আখতার জাহান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এছাড়াও বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক সহ স্থানীয় নেতৃবৃন্দ।
২০১৩ সালের ৫ জানুয়ারী সর্বশেষ সিংড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ আটবছর পর সিংড়া কোর্ট মাঠে সম্মেলন অনুষ্ঠিত হল।