সীমান্তে বিজিবির হাতে ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহীর চারঘাট উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৪০০ পিচ ইয়াবাসহ পুলিশের এএসআইকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর বিওপির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এএসআইয়ের নাম পাঞ্জাব আলী। সে বর্তমানে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত।
ইউসুফপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার জয়নাল আবেদীন বলেন, আমাদের কাছে তথ্য ছিলো বিওপির সামনে দিয়ে পুলিশের এএসআই পাঞ্চাব মোটরসাইকেলযোগে ইয়াবা বহন করে রাজশাহী শহরের দিকে যাবে। সেই গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে পুলিশের এই কর্মকর্তা ইউসুফপুর বিওপির সামনে মোটরসাইকেলযোগে পৌঁছালে বিজিবির টহল দল তাকে থামার নির্দেশ দেয়। এসময় তার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ব্যাগে রাখা ৪০০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চারঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইউসুফপুর বিওপির নায়েক শরিফুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য আইনে চারঘাট মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিজিবির দায়ের করা মামলায় এএসআই পাঞ্জাবকে বুধবার (১৭ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বলেন, ‘পুলিশ মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। মাদকের ব্যাপারে কাউকে ছাড় নয়। তবে একজন এএসআই ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার বিষয়টি শুনেছি। আমরা আগেই বলেছি, পুলিশের কেউ মাদক কারবারে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত সাপেক্ষে গ্রেপ্তারকৃত এএসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, এএসআই পাঞ্জাব ইতোপূর্বে চারঘাট মডেল থানায় কর্মরত ছিলেন। সেই সুবাে চারঘাটে তার এখনো ভাড়া বাসা রয়েছে। সেই বাসাতেই মাঝেমধ্যেই সে আসে। চারঘাটে থাকার সুবাদে সেখানকার মাদক কারবারীদের সঙ্গে তার সখ্যতা গড়ে উঠলে সে নিজেও মাদকে জড়িয়ে যায়। তারই ধারাবাহিকায় মঙ্গলবার রাতে ইয়াবা নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে যাওয়ার সময় বিজিবির হাতে গ্রেপ্তার হলেন এই পুলিশ কর্মকর্তা।