গোপালগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিবি’র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মেহের মামুন, (গোপালগঞ্জ):
গোপালগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ (আইডিবি) এর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখা এ কর্মসূচী পালন করে।
“সম্প্রিতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা” এ প্রতিপাদ্য নিয়ে বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
পরে সেখানে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়ে পৌর মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াছুর রহমান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ গোপালগঞ্জ শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক মোমরেজ আলী, পেশাজীবি সংগ্রাম কমিটির অাহবায়ক অাব্দুল হালিম খান, সদস্য সচিব তন্ময় কুমার বসুসহ আইডিবি ও টিচার্স ট্রেনিং কলেজের কর্মকর্তা, শিক্ষক ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।