শিরোনাম

South east bank ad

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে মির্জা আব্বাস

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বুকে ব্যথা নিয়ে হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন মির্জা আব্বাস। আজ বুধবার সকালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম দৈনিক আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেল থেকেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন মির্জা আব্বাস। ব্যথা না কমায় রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত কিছু পরীক্ষা-নিরীক্ষা করলে উচ্চ রক্তচাপসহ কিছু সমস্যা ধরা পড়ায় তাকে সিসিইউতে নেন চিকিৎসকরা।

এ ছাড়াও ডায়াবেটিসের রোগী মির্জা আব্বাস। চিকিৎসকরা তাকে ঘুমের ওষুধ দিয়েছেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপির এ নেতা, যোগ করেন ডা. রফিকুল ইসলাম।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: