সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ একাব্বর হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় রাষ্ট্র প্রধান মরহুম একাব্বর হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন আজ বিকেলে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।