প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকালে
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে আজ বুধবার বিকাল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রেস সচিব ইহসানুল করিম গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানান।
যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরের উদ্দেশে ৩১ অক্টোবর স্কটল্যান্ডের গ্লাসগো যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি জলবায়ু সম্মেলন এবং অন্যান্য ইভেন্টে যোগ দেন। ৩ নভেম্বর তিনি লন্ডন যান। সেখানে কয়েকটি ইভেন্টে যোগ দিয়ে ৯ নভেম্বর প্যারিস যান। সেখানে তিনি ফরাসি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ ছাড়াও তিনি ‘ইউনেস্কো-বাংলাদেশ, বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমির পুরস্কার বিতরণসহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। গত রবিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।