South east bank ad

চট্টগ্রাম রেলওয়ে থানা কর্তৃক ইয়াবাসহ গ্রেফতার-২

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই(নিঃ)/মোঃ সোহরাব হোসেন ও এসআই(নিঃ) মোঃ কামরুল হাসান সংগীয় ফোর্সসহ গত ১৫/১১/২০২১ খ্রিঃ তারিখ সোমবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান ডিউটি করাকালে রাত অনুমান ২২.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পান যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ০৫ নং প্লাটফর্মের উপর ফুট ওভার ব্রিজের অনুমান ১০০ গজ পশ্চিম দিকে মাদক ব্যবসায়ীরা ইয়াবাসহ চট্টগ্রাম হতে ঢাকা যাওয়ার জন্য অবস্থান করতেছে।

সংবাদ পাওয়ার সাথে সাথে উর্ধতন কতৃপক্ষকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টা করলে সন্দেহ হওয়ায় আসামী রমিদা @ ছেনোয়ারা (৪০), স্বামী-মোঃ ইমরান সিপাহী , মাতা-মৃত লায়লা, সাং-ওদার বিল, ওলিয়াবাদ(নুর হোসেনের ভাড়াটিয়া), পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এ/পি রমিজ উদ্দিনের বাড়ী (কালুরঘাট ব্রীজের উত্তর পাশ), থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম এবং সহযোগী আসামী মোঃ ইমরান সিপাহী (২৮), পিতা-মোঃ আলতাফ সিপাহী, মাতা-হাসিনা বেগম, সাং-বদর পাশা(সিপাহী বাড়ী) পোঃ রাজৈর, থানা-রাজৈর, জেলা-মাদারীপুরকে জিঞ্জাসাবাদ ও দেহ তল্লাশি করে আসামী রমিদা @ ছেনোয়ারা (৪০), স্বামী-মোঃ ইমরান @ সিপাহী , মাতা-মৃত লায়লা, সাং-ওদার বিল, ওলিয়াবাদ(নুর হোসেনের ভাড়াটিয়া), পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এ/পি রমিজ উদ্দিনের বাড়ী (কালুরঘাট ব্রীজের উত্তর পাশ, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম এর সাথে থাকা ভ্যানিটি ব্যাগের ভিতর হতে ০১টি কালো পলিথিন ব্যাগের ভিতর রক্ষিত ১৬টি খেজুর আকৃতির কালো পলিথিনে মোড়ানো সাদা কসটেপ দিয়ে প্যাচানো ৭৫০ পিস হালকা গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা রুজু করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: