নাটোরে ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের গুরুদাসপুরে মাছ ধোয়া পানি ফেলতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে সাইফুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার পৌরএলাকার উত্তরনারীবাড়ি মহল্লায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। সাইফুল ইসলাম উত্তর নাড়িবাড়ী মহল্লার মৃত রজব আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের স্কুল শিক্ষিকা স্ত্রী রুবিনা বেগম এসএসসি পরীক্ষার ডিউটি পালন করতে যাওয়ায় নিজেই বাড়ির ছাদে রান্নার কাজ করছিলেন। এসময় মাছ ধোয়া পানি ছাদ থেকে ফেলতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সঞ্চিতা রানী তার মৃতুর বিষয়টি নিশ্চিত করেন। স্ত্রী রুবিনা পারভীন স্থানীয় বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাদ থেকে পড়ে সাইফুল নামের এক ব্যক্তির মৃত্যুর কথা তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।