ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭
রাসেল আহমেদ, (ময়মনসিংহ):
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে সতের জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধায় কোতোয়ালী মডেল থানার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, লেবু মিয়া, আমির হোসেন টেপু, নবী হোসেন,আয়নাল হক পিরু, রফিকুল ওরফে রফিজ, আব্দুল জব্বার ওরফে পিচ্ছুনী,
মিঠু, শাকিল, কাজল মিয়া, তুষার, খলিল, সুব্রত পাল (রঞ্জন), মাসুদ, মিঠু, প্যারিজ ডায়মন্ড, আনিছ, আলামিন।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, নিয়মিত মামলায়,মাদক ব্যবসায়ী ,জিআর মামলায় আটজন, সিআর মামলায় একজনসহ সতের জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এ অভিযান অব্যহত থাকবে।