শিরোনাম

South east bank ad

আ.লীগের চার বিদ্রোহী প্রার্থী প্রাণনাশের শঙ্কার কথা জানালেন সংবাদ সম্মেলনে

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ জামাল হোসেন, (যশোর):

যোগ্য প্রার্থীকে নৌকার মনোনয়ন না দেওয়ায় আসন্ন যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থীর ভরাডুবি হবে বলে মন্তব্য করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান শাহীন।

তিনি বলেন, অর্থের লেনদেন ও ক্ষমতার দাপটে ডিহিতে নৌকা প্রতীক দেওয়া হয়েছে অরাজনীতি এক ব্যক্তিকে। ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের মোট ১০-১২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলো। যেখানে সে (ওবায়দুর রহমান) নিজেও মনোনয়ন প্রত্যাশী ছিলো বলে জানান। কিন্তু যাদের দলের অবদান আছে, যারা রাজনীতির সাথে জড়িত, যারা নির্যাতিত, তাদের ছাড়া মোটা অংকের অর্থের বিনিময় অচেনা আসাদুজ্জামান মুকুলকে নৌকার মনোনয়ন দেওয়া হয়। বিষয়টা অত্যান্ত দুঃখজনক। ডিহি ইউনিয়নে নৌকার বিপক্ষে এখন হাফডজন বিদ্রোহী (স্বতন্ত্র) নেতাকর্মী লড়ছে।

তিনি জানান, যদি ডিহিতে আসাদুজ্জামান মুকুল ছাড়া অন্য কেউ মনোনয়ন পেত, তাহলে নৌকার বিপক্ষে প্রার্থী থাকতো না। এমতাবস্থায় সুষ্ঠু ভোট হলো নৌকার ভরাডুবি হবেই হবে।

সুষ্ঠু নির্বাচনের লক্ষে সোমবার দুপুরে বিদ্রোহী চার চেয়ারম্যান প্রার্থী প্রেস ক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচনের এখনো তের দিন বাকি থাকলেও ইতোমধ্যে ডিহি ইউনিয়ন অশান্ত করে তুলেছেন নৌকার প্রার্থী আসাদুজ্জামান মুকুল। তার আশ্রিত সন্ত্রাসীরা আমাদের প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি করছে। ভোটের আগেই এলাকা ছেড়ে চলে যেতে বলছে। চেয়ারম্যান পদে স্বতন্ত্র এ চার প্রার্থী অভিযোগ করে বলেন, আমাদের কাছে বিশ্বস্ত তথ্য আছে নৌকার প্রার্থী আসাদুজ্জামান মুকুল পার্শ্ববর্তী চৌগাছা ও ঝিকরগাছা থেকে সন্ত্রাসী ভাড়া করেছেন। এসব বহিরাগত সন্ত্রাসীরা এরই মধ্যে নির্বাচনী এলাকায় তৎপরতা শুরু করেছে। তারা আমাদের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। এমনকি ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের জন্য সীমান্তের ওপার ভারত থেকেও সন্ত্রাসী ভাড়া করার পরিকল্পনা নিয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের বিদ্রোহী এ চার প্রার্থী প্রাণনাশের আশঙ্কা করে আরও বলেন, আমরা প্রতিনিয়ত আতঙ্কে রয়েছি। যেকোনো সময় আমাদের ওপর হামলা হতে পারে।

তারা বলেন, ভোট গ্রহণের আগের দিন রাতে বোমাবাজি করে ব্যালট পেপারে নৌকার সিল মারবে এমনটি প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন নৌকার প্রার্থী। নির্বাচন সুষ্ঠুভাবে সকল প্রার্থী তাদের প্রচার-প্রচারণা যাতে চালাতে পারে, সেকারণে প্রশাসনের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন প্রার্থীরা। একই সাথে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ভোটের আগের দিন ব্যালট পেপার কেন্দ্রে না পাঠিয়ে ভোট গ্রহণের দিন ভোরে পাঠানোর অনুরোধ জানিয়েছেন সংবাদ সম্মেলন করা প্রার্থীরা। সংবাদ সম্মেলনে নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান শাহীন, (স্বতন্ত্র) প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান এবং সাবেক ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: