দুর্গাপুরে স্বতন্ত্রপ্রার্থীর কর্মীদের ওপর আ’লীগের হামলার অভিযোগ
এস.এম রফিকুল ইসলাম রফিক (দুর্গাপুর):
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নে নির্বাচনী প্রচার কার্য চালানোর সময় আনারস প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী সাদেকুল ইসলাম এর কর্মীদের ওপর নৌকা’র কর্মীদের হামলা করার অভিযোগ পাওয়াগেছে।
১৬ নভেম্বর মঙ্গলবার বিকালে ফান্দা বাজারে এ ঘটনা ঘটেছে বলে জানান স্বতন্ত্রপ্রার্থী সাদেকুল ইসলাম। প্রচারে বাধা নির্যাতন মারপিট সহ্যকরে সাদেকুলের কর্মীরা ঐ স্থান ত্যাগ করার পর ঘটনাস্থলে পৌছেন পুলিশ। সাদেকুল জানান
রফিকুল(৩৬),রাকিবুল(১৮),আসাদ(৩৬),রতন(৪০),আজিজুল(৪০) ও রুবেল(৩২)নামের তার ৬ কর্মীকে রক্তাক্ত করা হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইন-চার্জ(ওসি)শাহ্ নূর এ-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।