চীন ও রাশিয়ার কাছে অনুরোধ রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে : আব্দুল ওয়াহাব
মেহের মামুন, (গোপালগঞ্জ):
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের নব নির্বাচিত চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) আব্দুল ওয়াহাব বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমাদের দেশে অর্থনৈতিক ও সামজিক অবস্থা নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। মাদক ও সস্ত্রাসী কর্মকান্ড পরিচালিত হচ্ছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা বিশ্ববাসীর কাছে আবেদন রাখি তারা যেন দ্রুত রোহিঙ্গাদের এদেশ থেকে সরিয়ে তাদের দেশে পাঠানো ব্যবস্থা করে। চীন ও রাশিয়ার কাছে অনুরোধ রোহিঙ্গাদের তাদের দেশে প্রত্যাবর্তনে তারা যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে।
কায্যনির্বাহী সদস্য ও ডিবিসি নিউজের সিইও মো: মানজুরুল ইসলাম বলেন, জাতির জনকের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা জাতির পিতা সেই হিসাবে আমরা তার কাছে কৃতজ্ঞ। বঙ্গবন্ধুকে হত্যার পর টুঙ্গিপাড়ায় সমাহিত করা হয় এই জন্য যে সাধারন মানুষের কাছ থেকে তাকে দূরে রাখা যায়। আজকে প্রমানিত বাংলাদেশের যে কোন বিজয়, যে কোন অর্জনে বাঙ্গালী জাতি ছুটে আসেন টুঙ্গিপাড়ায় জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে।
এর আগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের নব নির্বাচিত চেয়ারম্যান মেজর জেনালে (অব:) আব্দুল ওয়াহাবের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ব্যবস্থাপনা পর্ষদের নব নির্বাচিত কমিটির সদস্যরা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এসময় ভাইস চেয়ারম্যান মো: নূর-উর-রহমান, ট্রেজারার আবদুস ছালাম, মহা সচিব মো: ফিরোজ সালাহ উদ্দিন, কার্য নির্বাহী সদস্য মো: মস্তাক আহমেদ পলাশ, ডা: রোকেয়া সুলতানা, আনহাজ গাজী মোজাম্মেল হোসেন টুকু, রাজিয়া সুলতানা লুনা, ডা: শেখ মোহাম্মদ শফিউল আজম, সিকদার নূর মোহাম্মদ দুলু, মো: আতিকুল হক শামীম, আরমা দত্ত এমপি, এড. শিহাব উদ্দিন শাহীন, প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, মফিজুর রহমান বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুসহ নব নির্বাচিত কমিটির সদস্যরা ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যারা উপস্থিত ছিলেন।
পরে জেলা সার্কিট হাউজে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গোপালগঞ্জ ইউনিটের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে নব নির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেয়া হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।