বর্ণাঢ্য আয়োজনে নবান্ন উৎসব উদযাপন
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। সোমবার দুপুর ৩টার দিকে শহরের সাতমাথায় এই কর্মসুচি পালন করা হয়।
উৎসব উদযাপন উপলক্ষে বিকেলে শহরের সাতমাথায় অবস্থিত মুজিব মঞ্চ থেকে নবান্নের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি থানার মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও মুজিব মঞ্চে ফিরে আসে।
নবান্ন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক, বগুড়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন, বগুড়া থিয়েটারের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কৃষিবিদ বজলুর রশীদ রাজা, বাংলাদেশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক সম্পাদক আব্দুল হান্নান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী।
আলোচনা সভা শেষে মুজিব মঞ্চে কলেজ থিয়েটারে কর্মীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।