নব নির্বাচিত মেম্বার আশরাফুল আলমের বিজয় মিছিল
শামীম আলম, (জামালপুর) :
আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে জামালপুর সদর উপজেলার ১১ নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদে মোঃ আশরাফুল আলম নির্বাচিত হওয়ার পর থেকেই ভোটারদের বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছে, ভোটারেরা খুশি হয়ে তাদের সমস্যা কথা গুলো মেম্বার আশরাফুলের কাছে বলছেন , নির্বাচিত প্রাথি আশরাফুল তাদের সমস্যা গুলো দ্রুত সমাধানের করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন। এসময় এলাকার সকল শ্রেনীর মানুষ তাদের পছন্দের প্রার্থীকে পেয়ে তারা বিজয় মিছিল বের করে। বিজয় মিছিলটি ৩৭১ নং উত্তর কৈডোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে কৈডোলা চৌরাস্তা হয়ে বোয়ালমইপাড় এসে শেষ হয়।
বিজয় মিছিল শেষে বক্তব্য রাখেন, নব নির্বাচিত মেম্বার আশরাফুল আলম, জামালপুর জেলা বাংলাদেশ বে সরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি মোঃ জাফর আলী,হাবিবুর রহমান হবি, মাসুদ রানা,জিয়াউল হক জিয়াল, ছালাম, শাহিন আলমসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
আশরাফুল আলম তার বক্তব্যে বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আমি ৭নং ওয়ার্ডের রাস্তাঘাট,ব্রীজ,কালভাট,স্কুল, মাদ্রাসা ও মসজিদের উন্নতির জন্য দ্রুতই পদক্ষেপ গ্রহন করবো।