শিরোনাম

South east bank ad

বরিশালে শিক্ষার্থীদের টিকাদান শুরু

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.মিরাজ হোসাইন, (বরিশাল) :

বরিশালে এই প্রথম শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে বরিশাল ক্লাব টিকাদান কেন্দ্রে নগরীর এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ হোসেন, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় মেয়র বলেন. আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষে এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনার জন্য বরিশালে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে।

বরিশাল জেলার সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, আগামী ২৫ নভেম্বরের মধ্যে বরিশাল নগরী ও জেলার মোট ৪৬ হাজার ৪০৩ জন শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে। গতকাল প্রথম দিন ১ হাজার শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন ফরম দেখিয়ে টিকার ফরম পূরন করে তাৎক্ষনিক টিকা গ্রহন করছে। টিকা নেয়ার পর সবাই সুস্থ্য আছেন বল মন্তব্য করেন শিক্ষার্থীরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: