ত্রিশাল ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সবুজের গণসংযোগ
ত্রিশাল প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান সবুজ ‘চশমা’ প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। করেছেন মোটরসাইকেল শোডাউন।
গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রতিক বরাদ্ধের পর উৎসব মুখর পরিবেশে শুরু করেন প্রচার-প্রচারনা। যার অংশ হিসেবে মোটরসাইকেল বহর নিয়ে প্রচারণা করেন। এছাড়াও প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত, উঠান বৈঠক, মতবিনিময়, গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান সবুজ বলেন, জনগণের ভালবাসা, দোয়া ও ভোটের মাধ্যমেই আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত নিার্বচনে চশমা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে। চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণকে সাথে কাজ করবেন বলেও তিনি অঙ্গীকার করেন।